মোদী ম্যাজিক! উপনির্বাচনে দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে

আমাদের ভারত,১০ নভেম্বর: আবারও মোদী ম্যাজিকের আভাস স্পষ্ট হচ্ছে দেশের একাধিক উপনির্বাচনের ফলাফলে। গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলছে। মধ্যপ্রদেশ গুজরাট সহ মোট ১২টি রাজ্যের উপনির্বাচনে ভালো ফল করতে চলেছে বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে একের পর এক আসন খুইয়ের চাপে পড়েছে কংগ্রেস। তেলেঙ্গানায় বড় চমক বিজেপি টি আর এসকে হারিয়েছি নিয়েছে।

২০১৯ সালের পর থেকে বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করতে পারছিল না বিজেপি। উল্টে হাতছাড়া হয়েছিল বেশ কটি রাজ্য। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে মানুষের জনরোষ বাড়ছে বলেও সোচ্চার হয়েছিল বিরোধী দলগুলি। তাদের অভিযোগ ছিল দেশজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে পারেনি মোদী সরকার। কর্মসংস্থানেও ব্যর্থ হয়েছে সরকার বলে অভিযোগ ছিল তাদের। কিন্তু বিরোধীদের সেইসব ইস্যুর ভোটবাক্সে কোনো প্রতিফলনই পরল না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি মাসের গোড়াতেই উত্তরপ্রদেশের ৭, তেলেঙ্গানায় ২, নাগাল্যান্ড মণিপুর ৫, কর্নাটকের ২, ঝাড়খণ্ডের ২, হরিয়ানায় ১, গুজরাটে ৮, ছত্রিশগড়ে ১টি আসনে উপনির্বাচন হয়।

উত্তরপ্রদেশের মহিলা নির্যাতনের ঘটনা উঠে আসা নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতেও রাজ্যের সাতটি আসনে বিধানসভা উপনির্বাচন ছিল। কিন্তু সেখানেও সরকারবিরোধী হাওয়া আমল পাইনি। সে রাজের সাতটি আসনে এগিয়ে বিজেপি। তেলেঙ্গানা টিআর এস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলে। সম্মানের লড়াই ছিল এই আসনটিতে। সেখানেও শেষ হাসি হেসেছে পদ্ম শিবির। ১১১৮ ভোটে টিআরএস প্রার্থীকে হারিয়েছে বিজেপি প্রার্থী। অন্যদিকে ওড়িশার দুটি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের দুটি আসনে জয় পেয়েছে নির্দল। মনিপুরের পাঁচটির মধ্যে দুটিতে জয়ী হয়েছে বিজেপি। একটি আসন পেয়েছে নির্দল। দলের বাকি দুটোতেও এগিয়ে রয়েছে বিজেপি। কর্নাটকের দুটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ঝাড়খন্ড দুটি আসনেই হার হয়েছে বিজেপির। ঝাড়খণ্ডের দুটি আসনের একটি পেয়েছে কংগ্রেস অপরটিতে জেএমএম। হারিয়ানা এগিয়ে রয়েছে কংগ্রেস। গুজরাটে নিজেদের গড় ধরে রেখেছে বিজেপি। আটটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। ছত্রিশগড়ের একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *