সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: প্রতিদিন ভাঙছে আক্রান্তের রেকর্ড। ফের রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হল পুরুলিয়া জেলায়। এক দিনে ৮৬ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলল জেলা প্রশাসনের।
পুরুলিয়া শহর সহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার রাত ৯টা পর্যন্ত জেলায় একটিভ করোনা আক্রান্ত ৩৬০ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের প্রশাসনিক আধিকারিক, পুলিশ, চিকিৎসক, সেবিকা, বাদ নেই কেউ। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষও। পুরুলিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে বলে প্রশাসনের অনুমান। পুরুলিয়া জেলা জুড়ে লালা রস নমুনা সংগ্রহের হার বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ল বলে মনে করছে প্রশাসন।
আজ জেলায় মোট সর্বাধিক ২০০৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সংখ্যক মানুষের নমুনা এর আগে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়নি।

জেলায় কনটেইনমেন্ট জোন আজ ৪৩টি বেড়ে দাঁড়াল ২১৩ টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৪৮৮ জন করোনা মুক্ত হয়ে গেছেন। একদিনে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় সুস্থতার হার কমে গিয়ে দাঁড়াল শতকরা ৫৭.৪৮ শতাংশ।

