আমাদের ভারত,১৩ নভেম্বর: জম্মু কাশ্মীর সীমান্তে পাক সেনা সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের ঘটনা নতুন নয়। তাদের এই কাপুরুষের মতো আক্রমণে বারবার শহীদ হয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা। দীপাবলি ঠিক দু’দিন আগেই আবার একই কাজ করলো পাক সেনা। সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে উড়িতে হামলা চালায় তারা। পাক সেনার গোলাগুলিতে প্রাণ হারালো দুই ভারতীয় সেনা। মারা গেছেন ৩ জন গ্রামবাসীও । ভারতীয় সেনার পাল্টা মারে খতম হয়েছে সাত থেকে আটজন পাকসেনা। কমপক্ষে ১০ জন পাকসেনা গুরুতর আহত বলেও জানা গেছে।
এছাড়াও পাক সেনার একাধিক ছাউনি ও লঞ্চিং প্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনা বলে জানা গেছে। ভারতীয় সেনার যে দুইজন জওয়ান শহীদ হয়েছেন তারা হলেন, সুবোধ ঘোষ, হারাধন চন্দ্র রায়। এদের নাম্বালায় পোস্টিং ছিল। এছাড়াও হাজি পির এলাকায় বিএসএফের একজন সাব-ইন্সপেক্টরও শহীদ হয়েছেন বলেও খবর। বিএসএফের একজন জওয়ান সহ ভারতীয় সেনার সাত-আটজন জওয়ান গুরুতর আহত হয়েছেন এদিনের হামলায়।
তবে ভারতের পাল্টা মারে পাক সেনার কমপক্ষে ৭ জন সেনা মারা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই এসএসজি কমান্ডো বলেও জানা গেছে। এদিন মর্টার সেলিং করে হামলা করে পাকসেনা। তারপর গুলি ছুড়তে থাকে তারা। উড়ি সেক্টরি ব্যাপক ফায়ারিং করে পাক সেনা। যে দুজন ভারতীয় জওয়ান নিহত দীপাবলীর আগে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের পরিস্থিতি তৈরি হল।