আমাদের ভারত, ১৮ আগস্ট:গত সপ্তাহেই করোনা মুক্ত হয় হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দিন চারেকের মধ্যেই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সূত্রের খবর গতকাল মাঝ রাতে দিল্লির এইমসে ভর্তি হন অমিত শাহ। বুকে সংক্রমণ ও শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার গায়ে হাতে পায়ে ব্যথা ও দুর্বলতা রয়েছে বলে জানা গেছে। এইমসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে পোস্ট কোভিড কেয়ারের জন্য ভর্তি করা হয়েছে অমিত শাহকে। গত তিন-চার দিন ধরে অত্যন্ত ক্লান্তি ও গায়ে হাতে পায়ে ব্যথা অনুভূত হচ্ছিল তার। করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। এখন ভালো আছেন।
হাসপাতাল থেকেই শাহ নিজের মন্ত্রকের কাজ করছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য, ২ আগস্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তিনি গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাধীনতা দিবসের আগের দিন করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন বিজেপির চাণক্য। একইসঙ্গে জানিয়েছিলেন চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি আরো কিছুদিন বাড়িতে আইসোলেশনে থাকবেন।

