আমাদের ভারত,২৭ নভেম্বর: বিশ্বাসঘাতকতা করলেও শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেওয়ায় শাস্তি লঘু হয়েছে। তবে শাস্তি শুধু লঘু হওয়াই নয় ঘরে ফিরে আসাটা অজিত পাওয়ারের জন্য আশীর্বাদের মতো হতে পারে। শোনা যাচ্ছেএনসিপি শিবসেনা কংগ্রেস জোট সরকারেও উপমুখ্যমন্ত্রী পদে বসতে পারেন অজিত পাওয়ার।
সুপ্রিমকোর্টের নির্দেশের পরেই ক্ষমতায় টিকে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হতেই তড়িঘড়ি উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত। আর তার পরের দিনই ঘরের ছেলে একেবারে ঘরে ফিরল। কোনরকম পদ ছাড়াই বিধায়ক পদে শপথ নিল অজিত পাওয়ার।
এরপরই খবর ছড়ায় আবারও উপ মুখ্যমন্ত্রী পদে ফিরে আসতে পারেন তিনি। সুযোগ বুঝেই ক্ষমা চেয়ে নিয়েছেন শরদ পাওয়ারের কাছে। ফিরে এসে কোন পদে থাকবেন সেই সিদ্ধান্ত দলের উপরই ছেড়ে দিয়েছিলেন।
তাই ঘরে ফিরে আসার পুরস্কার হিসেবে
আবারও হয়তো ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে অজিতের।আগামীকালই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে।
এতদিন চোখে হারানো অজিত পাওয়ার এখন বিজেপির চক্ষুশুল। তার জন্যে জাহাজ ডুবেছে তাদের।
একনাথ খাড়সে অভিযোগ করেছেন, অজিতের সমর্থন নিতে গিয়েই ডুবেছে বিজেপি। এইরকম দুর্নীতিগ্রস্ত নেতা দলের সঙ্গে না থাকাই ভালো। দলের একাংশের মতে অজিতকে ফের বিজেপি মুখী হওয়া থেকে আটকাতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে জোট।