আমাদের ভারত, মালদা, ১২ ডিসেম্বর: মালদায় ফের মহিলার মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার গৌড়সন্ডা এলাকায়। তবে, বছর পঁয়ত্রিশের ওই মহিলার পরিচয় জানা যায়নি।
জায়ানাগেছে, গৌড়সন্ডা এলাকায় একটি ইঁটভাটার পাশে রাস্তা থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ। বুধবার রাত দেড়টা নাগাদ টহলদারি সময় এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন চাঁচল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। ওই মহিলাকে উদ্ধার করে মালতিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। গলায় ওড়না প্যাঁচানো থাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনার তদন্ত শুরু করেছেন চাঁচল থানার পুলিশ আধিকারিকরা। যদিও মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি।