উদয়নিধির পর এবার সনাতন ধর্মকে এডস ও কুষ্ঠ রোগের সাথে তুলনা করে বিতর্কের জড়ালেন ডিএমকে সাংসদ

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছেন ডিএমকে মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এবার সেই বিতর্ককে আরো বেশি উস্কে দিলেন ডিএমকে এমপি এ রাজা। আরও একধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন, সনাতন ধর্ম এইচআইভি ও কুষ্ঠো রোগের মতো।

চেন্নাই থেকে কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা যোজনার বিরোধিতা করতে গিয়ে সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ডিএমকে সাংসদ। তিনি বলেন, সনাতন ধর্ম সম্পর্কে উদয়নিধি স্ট্যালিন নরম সুরে কথা বলেছেন। এটিকে তিনি ম্যালেরিয়া ও ডেঙ্গুর সাথে তুলনা করেছিলেন। কিন্তু এই রোগগুলোর সঙ্গে কোনো সামাজিক কলঙ্ক নেই বা সমাজের চোখে এগুলির প্রতি কোনো ঘৃণা নেই। তাই সনাতনকে এইচআইভি বা কুষ্ঠ হিসেবে দেখা উচিত। তার মতে সনাতন ধর্ম একটি সামাজিক অশুভ রোগের মত দেখা উচিত।

উদয়নিধি স্ট্যালিন এর আগে জানিয়েছিলেন সনাতন ধর্ম অনেকটা ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনার মতো। এটাকে নির্মূল করা দরকার। এবার এ রাজা একেবারে এডস ও কুষ্ঠের সঙ্গে তুলনা করলেন।

এই মন্তব্যের পরই গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন এটি অত্যন্ত ঘৃণা সূচক মন্তব্য। ভারতের আশি শতাংশ মানুষকে টার্গেট করেছেন, যারা সনাতন ধর্মকে অনুসরণ করেন। তার দাবি, এটাই হলো কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা ইন্ডিয়া জোটের আসল ছবি। তারা ধরে নিয়েছেন ভোটে জেতার জন্য হিন্দুদের ছোট করতে হবে। তার প্রশ্ন, মুম্বাই মিটিংয়ে কি এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল?

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ডিএমকে সংসদকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কংগ্রেস এই ব্যাপারে একেবারে নীরব রয়েছে। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইন্ডিয়া জোটের হতাশার বহিঃপ্রকাশ।

এদিকে বিতর্কিত মন্তব্য করা, এ রাজা অমিত শাহ ও মোদীকে খোলাখুলি বিতর্কে নামার জন্য চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন, “আপনি শংকরাচার্য, পুরোহিতদের সমন্বিত ১০ লক্ষ বা ১ কোটি সমর্থক এবং আপনার সমস্ত অস্ত্র নিয়ে আমার সাথে দিল্লিতে সনাতন ধর্ম নিয়ে আলোচনা করতে আসুন। পেরিয়ার এবং আম্বেদকর এর বইগুলোকে অস্ত্র হিসেবে নিয়েই আমি আপনাদের মুখোমুখি হবো। তারিখ ঠিক করুন আমি আসতে প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *