রাজেন রায়, কলকাতা ৯ নভেম্বর: এবার গরু পাচারকাণ্ডের মাথা এনামুলের সঙ্গে জড়াল রাজ্যের এক কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার নাম। এনামুলের বাহিনীর মাধ্যমেই গরু পাচার চক্রের সঙ্গে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত লালা, এমনটাই জানতে পেরেছেন সিবিআই গোয়েন্দারা। দিন কয়েক আগে বেনিয়াপুকুরে এনামুলের বাড়ি তল্লাশি চালানোর সময় কলকাতায় শেক্সপিয়র সরণী-সহ বেশ কয়েকটি এলাকায় অনুপ মাঝির বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর। সেখানেই অনুপ-এনামুলের সম্পর্কের হদিশ মিলেছে। যদিও তদন্তের স্বার্থে এতদিন এই তথ্য প্রকাশ করেননি গোয়েন্দারা।
রাজ্যে গরু পাচারকাণ্ডের সিবিআই তদন্তে কয়েকজন বিএসএফ আধিকারিকের নাম জড়িয়েছে। এবার এনামুলের সঙ্গে জড়াল কয়লা পাচারের অভিযোগ। জানা গিয়েছে, ওই কয়লা পাচারের সঙ্গে জড়িত রাজ্যের কয়েকজন ব্যবসায়ী। পাচারের ডিল হত পার্ক সার্কাস, তোপসিয়া ও নিউটাউনের কয়েকটি আবাসনে। বিএসএফ পুলিশ কয়লা মাফিয়ার পর আর কারা কারা এনামুলের সঙ্গে জড়িত আছে, আপাতত তার খোঁজ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা।