স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ নভেম্বর: কুমিরের হানায় আতঙ্কে গোটা নদিয়াবাসী। ঘন্টায় ঘন্টায় বেশ কয়েকটি গঙ্গার ঘাটে ভেসে উঠছে কুমির। আর তাতেই আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। নদীতে নেমে স্নান করতে যাচ্ছে না কেউ, গতকাল নদীয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ গঙ্গার ঘাটে ভেসে ওঠে কুমির। এরপরেই আতঙ্কের সৃষ্টি হয় গোটা নবদ্বীপ জুড়ে। খবর পাওয়া মাত্রই বনদপ্তরের কর্মীরা গঙ্গা নদীর বেশ কয়েকটি ঘাটের সাধারণ মানুষকে সচেতন করে ও তদারকি শুরু করে দেয়।
যদিও নবদ্বীপের পর এবার কুমিরের হানা শান্তিপুরে। শান্তিপুর থানা এলাকার শ্রীরামপুরে গঙ্গার ঘাটে ভেসে ওঠে কুমির, তাতেই ভয়ে জড়োসড়ো এলাকার সাধারণ মানুষ। কয়েক ঘন্টা যেতে না যেতেই শান্তিপুর টেংরি ডাঙ্গা গ্রামের গঙ্গার ঘাটে আবারও জলে ভেসে ওঠে কুমির, সেখানকার সাধারণ মানুষও ভয়ে জড়োসড়ো হয়ে যায়। যদিও ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা উপস্থিত। প্রতিনিয়ত তারা লক্ষ্য রাখছে জলে ভেসে ওঠা কুমিরটির দিকে। রাতদিন এক করে এখনও পর্যন্ত নদীয়ার নবদ্বীপ থেকে শান্তিপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন ঘাটে অবিরাম তদারকি করে যাচ্ছে বনদপ্তরের কর্মীরা। কারণ কোনও সাধারণ মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। পাশাপাশি নদীতে নেমে যাতে কেউ স্নান না করে। প্রতিনিয়ত সাধারণ মানুষকে সচেতন করছেন বনদপ্তরের কর্মীরা।