হাইকোর্টের রায়ের পর শুভেন্দুর ডাক, “ন্যায়বিচার আছে, তৃণমূলের দুঃশাসনের বিরুদ্ধে ধর্মতলা চলো”

আমাদের ভারত, ২৪ নভেম্বর: ধর্মতলায় আগামী ২৯শের সমাবেশ নিয়ে হাইকোর্টের রায়ের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক দিলেন, “তৃণমূলের দুঃশাসনের বিরুদ্ধে ধর্মতলা চলো“।

শুক্রবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “ন্যায়বিচার বিরাজ করে। পিসিমণি এবং ভাইপোর নির্দেশে গণতন্ত্রকে স্তব্ধ করার জন্য মমতা পুলিশের সমন্বিত অপবিত্র প্রচেষ্টা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি প্রত্যাখ্যান করেছেন। মমতা পুলিশ পক্ষপাতিত্ব করছিল। তার জন্য মাননীয় প্রধান বিচারপতি ২১ জুলাই টিএমসি (আঞ্চলিক) দলের সমাবেশ নিষিদ্ধ করার চিন্তা প্রকাশ করেছিলেন।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পৃষ্ঠপোষকতায় ভারতীয় জনতা পার্টির মেগা সমাবেশ মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ২৯ নভেম্বর একই জায়গায় অনুষ্ঠিত হবে। জায়গাটিকে টিএমসি তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে। তৃণমূলের দুঃশাসনের বিরুদ্ধে ধর্মতলা চলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *