জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট:
বুধবার নবান্নের সবুজ সঙ্কেত পাওয়ার পর শুক্রবার রেল কর্মীদের নিয়ে বৈঠক করেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম। অল্পসংখ্যক হলেও স্বাস্থ্যবিধি মেনে মেট্রো ও লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রককে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে রেল মন্ত্রক মনে করলে স্বাস্থ্যবিধি মেনে এরাজ্যে লোকাল ট্রেন চালাতে পারে। এর পরেই শিয়ালদা বিভাগীয় রেলের পক্ষ থেকে আগাম প্রস্তুতি শুরু হয়ে যায়।
উল্লেখ্য, রেল থেকে কেন্দ্র সরকার বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আয় করে থাকে। পাশাপাশি ৫ মাস ট্রেন বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রেল। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে কেন্দ্র অনুমতি দিতে পারে বলে মনে করা হচ্ছে।

