লক্ষ্য সংগঠন মজবুত করা ! দক্ষিণবঙ্গের পর অমিত শাহের নজর উত্তরবঙ্গে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা:
ফের রাজ্যে আছেন অমিত শাহ। এবার তাঁর নজর উত্তরবঙ্গে। মূলত সাংগঠনিক বৈঠক করতেই তিনি ফের রাজ্য সফরে আসছেন।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি ছাড়া সবকটি আসন দখল করেছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনেও ৫০টি আসনে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই উদ্দেশ্যেই আগামী ৩০ নভেম্বর শিলিগুড়িতে পা রাখছেন অমিত শাহ। পুজোর আগেই অবশ্য উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিও উত্তরবঙ্গের সমস্ত জেলার জেলা সভাপতি পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে ফের অমিত শাহের ৭ টি জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্তে এটা পরিস্কার বিধানসভা নির্বাচনে বিজিপি সর্বশক্তি নিয়ে নামবে। রাজনৈতিক মহলের বক্তব্য তৃণমূলকে আরো বেশি চাপে রাখতেই নভেম্বরের শেষে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের শাসক দলকে উত্তরবঙ্গের মাটিতে ঘুরে দাঁড়ানোর কোনও রকম সুযোগ দিতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রে খবর, তার জন্যই এবার উত্তরবঙ্গের মাটিতে একের পর এক কেন্দ্রীয় নেতারা এসে সাংগঠনিক বৈঠক করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *