Voter, SIR, এসআইআর- এর পর রাজ্যে বাদ পড়তে পারে ১০ লক্ষ ভোটারের নাম

আমাদের ভারত, ২৪ নভেম্বর: এসআইআর- এর পর রাজ্যে বাদ পড়তে পারে অন্ততপক্ষে ১০ লক্ষ ভোটারের নাম। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বঙ্গের অন্তত ১০ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং পূরণ করা ফর্ম সংগ্রহের পর সমস্ত বুথ স্তরের আধিকারিকরা যে তথ্য পেয়েছেন, তাতে এমনটাই জানা গিয়েছে। এই দশ লক্ষের মধ্যে ৬.৫ লক্ষ ভোটার মৃত। এছাড়াও বহু ভুয়ো, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও রয়েছে।

নির্বাচন কমিশনের প্রদত্ত হিসাব অনুযায়ী ২৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি এনুমারেশান ফর্ম বিল করা হয়েছে। ডিজিটালাইজেশন করা হয়ে গিয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম অর্থাৎ ৫৯.৪ শতাংশ। এখনো পর্যন্ত যত কাজ এগিয়েছে তার ভিত্তিতে আপাতত এই তথ্য জানানো হয়েছে। তবে সব মিলিয়ে কতজনের নাম বাদ পড়বে সেই প্রকৃত সংখ্যা সম্পর্কে আন্দাজ করা সম্ভব হবে ফর্ম ডিজিটালাইজেশনের পরেই। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *