আমাদের ভারত, হুগলী, ১০ নভেম্বর: সিঙ্গুরের পরে এবার পান্ডুয়া। নবনিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশের।
মঙ্গলবার দুপুরে বৈচিগ্রামে একটি লজে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে নবনিযুক্ত পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের নেতাকর্মীরা। তাদের বক্তব্য, “গত নির্বাচনগুলিতে আমরা যেখানে রোদে জলে রাস্তায় নেমে ভোটের প্রচার করেছি, সেখানে পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় এসি গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। যে কারণে বিগত লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ রত্না দে নাগও পরাজিত হয়েছিলেন। তাই আমরা এই নবনিযুক্ত ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়কে মানতে পারছি না। তাদের আরও দাবি, মানুষের কাজে তাকে কোনও দিন দেখতে পাওয়া যায়নি।
এ বিষয়ে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, দলের হয়ে তিনি কোনদিন কোনও কাজ করেননি। তাই এই ব্লক সভাপতি আমরা মানছি না। দলের কাছে অনুরোধ করবো, তারা যেন পুনর্বিবেচনা করে নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করে।
আজকের এই বৈঠকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় ঘোষ ছাড়াও এখানে উপস্থিত ছিলেন, নতুন জেলা কমিটির সদস্যরা, পঞ্চায়েত সমিতির বেশকিছু কর্মাধ্যক্ষরা, জেলা পরিষদের সদস্যরা সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ দলেন অন্যান্য নেতা কর্মীরা।
অন্যদিকে নবনিযুক্ত ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, আমার বিরুদ্ধে কেউ বিক্ষোভ দেখালে আমার কিছু বলার নেই। আমি বহু বছর যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দলটাকে ভালোবেসে করি। তাই দল আমার উপর বিশ্বাসটা রেখে আমার উপর ব্লকের এই দায়িত্বটা দিয়েছে। তাই আমার বিরুদ্ধে কেউ ক্ষোভ দেখালে তাতে আমার কিছু বলার নেই।

