আমাদের ভারত, কলকাতা, ২৩ জানুয়ারি: ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান। আর তাতেই ফের চটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জয় শ্রীরাম ধ্বনির প্রতিবাদ করে সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয় গোটা ভিক্টোরিয়া চত্বর। দর্শক আসন থেকে কয়েকজন টানা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। যা শুনেই তীব্র প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সামনেই বলেন, এটা সরকারি অনুষ্ঠান। এটা কোনও রাজনৈতিক ব্যক্তির অনুষ্ঠান নয়। এমন অনুষ্ঠানে এই স্লোগানের আমি তীব্র প্রতিবাদ করছি। এরপরই সোজা মুখ্যমন্ত্রী বলেন, এর প্রতিবাদে আমি আর বক্তৃতা দেব না।
প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। এরপর ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন একদল যুবক। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ভিক্টোরিয়ায়।
ভিক্টোরিয়ায় এমন স্লোগানে ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর জন্য আমি তথ্য সংস্কৃতি মঞ্চের কাছে কৃতজ্ঞ। তবে সরকারি অনুষ্ঠানে ডেকে এমন বেইজ্জত করার কোনও মানে হয় না। এরপরই মুখ্যমন্ত্রী নিজে বলেন জয় হিন্দ, জয় বাংলা।