কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: না, এই খবর কোনও বিজ্ঞাপন নয়। কিংবা লটারি কেনার জন্য উৎসাহিত করার খবরও নয়। শেখ শমসের আলী। খুবই গরিব মানুষ, নিজের বলতে কিছু নেই। গোপিগঞ্জের বাসিন্দা শেখ শমসের আলী একটি ছোট পান দোকান চালান। পানের দোকানের সাথে আছে একটি লটারির দোকান। তাও আবার নিজের নয়। দুটো দোকানই অন্যের। তিনি দোকান দুটি লিজে নিয়ে চালান। এই অবস্থা থেকে তিনি হঠাৎই কোটিপতি হয়ে গেলেন। লটারির বেশ কয়েকটি টিকিট বিক্রি হয়নি
আর সেই না বিক্রি হওয়া টিকিট তার ভাগ্যকে ফিরিয়ে দিল। তিনি পেয়ে গেলেন লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা।
প্রথমে তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এক কোটি টাকা পেয়েছেন তার চোখ হয়ে গিয়েছিল ছানাবড়া। তিনি জানান, লটারির কয়েকটি টিকিট বিক্রি না হওয়ায় নিজের কাছে রেখে দিয়েছিলেন। এই টাকা পেয়ে তিনি বেজায় খুশি। কি করবেন এই টাকা পেয়ে জানতে চাইলে তিনি বলেন প্রথমে টাকা দিয়ে জমি জায়গা কিনে বাড়ি করবেন।সারাজীবন প্রচুর লড়াই করেছেন, আপাতত একটি বাড়ি করে তিনি সুখে শান্তিতে থাকতে চান। তারপর কি করবেন, তা তিনি পরে ভাববেন। সাম্প্রতিককালে লটারিতে এক কোটি পাওয়া তিনিই প্রথম ব্যক্তি।