নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২২ অক্টোবর:
নবান্নের মতো এবার উত্তরকন্যা ঘেরাও করবে রাজ্য যুবমোর্চা। পুজোর পরেই শিলিগুড়িতে উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি নিয়েছে যুবমোর্চা। উত্তরবঙ্গের মাটিতে যুব মোর্চাকে আরও বেশি সক্রিয় করে তুলতেই এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে যুবমোর্চা সূত্রের খবর। উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলির যুব মোর্চার সভাপতিদের কাছে নির্দেশ গিয়েছে রাজ্য যুবমোর্চার পক্ষ থেকে। উত্তরকন্যা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উত্তরবঙ্গের জেলাগুলির যুবমোর্চার কর্মীরা। রাজ্য যুবমোর্চার পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সভাপতি সৌমিত্র খাঁ, সহ-সভাপতি তাপস ঘোষ প্রমুখ।
উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি। এব্যাপারে যুবমোর্চার সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, উত্তরবঙ্গের ছেলেমেয়েদের চাকরির জন্য আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে যুব মোর্চা। এছাড়াও উত্তরবঙ্গে রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়েও আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে যুব মোর্চা। তবে উত্তরবঙ্গের মাটিতে রাজ্য যুব মোর্চা পুজোর পর কি ধরনের আন্দোলনে নামছে তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে খোলসা করতে চাননি তাপস ঘোষ। তবে তিনি বলেন, খুব শীঘ্রই উত্তরবঙ্গের যুব মোর্চার আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমে সামনে সবকিছু বলা হবে।