জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ অক্টোবর: পুজোর আগে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমনের হার এক শতাংশ থাকলেও পুজো শেষ হতেই তা দুই শতাংশে পৌঁছেছে। করোনা পরীক্ষার মাত্রা বাড়ানো হলে সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন জেলার জনস্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞরা। প্রকৃত ছবিটা দশ বারো দিনের মধ্যেই স্পষ্ট বোঝা যাবে বলে মনে করছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক কৃপাসিন্ধু গাঁতাইত। তবে, জেলার স্বাস্থ্য দপ্তরের অধিকাংশ আধিকারিক মনে করছেন, কিছুদিনের মধ্যেই সংক্রমণ আরও বাড়বে। তাদের মতে, পুজোর সময় করোনা বিধি না মেনে মণ্ডপে মণ্ডপে যেভাবে মানুষের ঢল নেমেছিল তাতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাকেই উসকে দিয়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, পুজোর শেষের দিন সংক্রমণ বেড়ে দ্বিগুণ হয়েছে। বিজয়ার দিন জেলায় করোনা পরীক্ষা করা হয় ৯৬৭ জনের। তারমধ্যে ২০ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। পুজোর আগে প্রতিদিন দেড় হাজার মানুষের করোনা পরীক্ষা হচ্ছিল। এখন প্রায় ৯০০ জনের পরীক্ষা হচ্ছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ১৪৫। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই মুহূর্তে জেলায় সুস্থতার হার ৯৮ শতাংশ। এবছরও গত বছরের মতো দূরত্ব বিধি না মেনে, মাস্ক না পরে পুজোয় ভিড় করতে দেখা গেছে দর্শনার্থীদের। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, গত বছরের মতো এবারও উৎসবের পর সংক্রমণ বাড়বে। পুজোর সময় অধিকাংশ দর্শনার্থীদের মুখে মাস্ক দেখা যায়নি ঝাড়গ্রাম জেলার পুজো প্যান্ডেল গুলোতেও।