আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ আগস্ট: ব্যারাকপুর– ঘোষপাড়া রোড বেহাল, পুলিশের সামনেই বিজেপি কর্মীদের পথ আবরোধ করে চলল দীর্ঘক্ষণ বিক্ষোভ। ২৪ ঘণ্টার মধ্যে সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা।
বৃষ্টিতে ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘোষপাড়া রোডের অবস্থা একদম বেহাল দশা হয়েছে। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে । ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এই রাস্তা বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। প্রশাসনের ঘুম ভাঙাতে এবার ব্যারাকপুর ঘোষপাড়া রোডের শঙ্খ বণিক কলোনী এলাকায় পথ আবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশের সামনেই প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় অবরোধে আটকে পড়েন নিত্য যাত্রীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের জানানো হয় ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার করে দেওয়া হবে। তারপর পথ আবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, জোড়াতাপ্পি মেরে কাজ করলে এই রাস্তা দুদিনের বৃষ্টিতে ফের বেহাল হয়ে পড়বে। উন্নত মানের পিচ ঢালাই করে নতুন করে এই রাস্তা তৈরি করতে হবে। তা না হলে এই রাস্তার বেহাল অবস্থা কোনওদিন ঠিক হবে না।

