দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরল বেলঘরিয়ার ডাক্তারি পড়ুয়া ছাত্র

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত ২ দিন নিখোঁজ থাকার পর নিজেই বৃহস্পতিবার সকালে বেলঘরিয়ার আড়িয়াদহে বাড়িতে ফিরে এল ডাক্তারি পড়ুয়া ছাত্র রক্ষিত মিত্তল। মঙ্গলবার বরানগরের আলম বাজারে শ্যামের মন্দিরে পুজো দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই ছাত্র। বৃহস্পতিবার সকালে সে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে মা কবিতা দেবীকে ফোন করে বলে সে শিলিগুড়িতে চলে গিয়েছিল। সেখান থেকে বাসে করে ফিরে এসেছে। এরপর ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রের বাবা অশোক মিত্তল নিজে গিয়ে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।

ডাক্তারি পড়ুয়া ওই ছাত্র বাড়ি ফিরে জানায়, তার পড়াশোনা আশানুরূপ হচ্ছিল না। মানসিক অবসাদের কারনে একাই সে প্রথমে হাইওয়ে ধরে মুর্শিদাবাদ জেলাতে পৌঁছায়। সেখানে তার স্কুটি গরম হয়ে যায়, তাই রাস্তাতেই স্কুটি ও হেলমেট ফেলে বাসে করে শিলিগুড়ি পৌঁছে যায়। এরপর নিজেই ফের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। শিলিগুড়ি থেকে বাসে করে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছয়।

ওই ছাত্রের বাবা অশোক মিত্তল বলেন, “পড়াশোনার চাপ নিতে না পেরেই ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞ ও নিজেই ফিরে এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *