আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ:
দীর্ঘ দু’বছর লকডাউনের জেরে কাজ হারিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন দিনমজুর খেটে খাওয়া এক ব্যক্তি। আর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। মৃত ব্যক্তির নাম ভজহরি গোলদার(৫০)। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানাগেছে, দীর্ঘ দু’বছর লকডাউন ছিল। এর ফলে তিনি কাজ হারান। কোথাও ঠিকমত কাজ করতে পারছিলেন না। স্ত্রী-পুত্রকে নিয়ে কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে ছিলেন। কেউ কোনো সাহায্য করেনি। স্ত্রী লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। অবশেষে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ভজহরি গোলদার নামের ওই ব্যক্তি। আজ সকালে প্রতিবেশীরা বাগানের মধ্যে শৌচ কর্ম করতে গিয়ে লক্ষ্য করেন তার ঝুলন্ত মৃতদেহ। খবর পৌঁছয় দেগঙ্গা থানায়। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।