স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ মার্চ: ফের গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। ইসলামপুরের পর এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া। একদিন আগেই ইসলামপুরের মাটিকুন্ডায় শাসকদলের গোষ্ঠীসংঘর্ষের জেরে বোমার আঘাতে প্রাণ হারায় এক সিভিক ভলান্টিয়ার। এবারে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হল চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুগ্ম অঞ্চল সভাপতি।
বৃ্হস্পতিবার রাতে কোটগছ এলাকায় রাস্তার ধারে গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় যুগ্ম অঞ্চল সভাপতি জাকির হুসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার বুকের বাঁদিকে গুলির আঘাত রয়েছে।
জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে, পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল। কেন গুলি করা হয়েছে তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।