আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ নভেম্বর : মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর শুভেন্দু অধিকারী আবার অরাজনৈতিক ব্যানারে জনসভা করতে চলেছেন মহিষাদলে। রাজনৈতিক মহলের ধারণা এই সভা থেকে শুভেন্দু অধিকারী তার ভবিষ্যত পরিকল্পনা ঘোষণা করতে পারেন। তাই এই সভা ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
আগামীকাল মহিষাদলের ছোলা বাড়িতে বিশিষ্ট স্বাধীননতা সংগ্রামী রণজিত বয়ালের স্মরনসভা। আর এই সভা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। সমস্ত রাজনৈতিক দল ও সংস্থাকে আহ্বান জানানো হয়েছে এই সভায়। মন্ত্রিত্ব সমস্ত পদ থেকে পদত্যাগের পর এ শুভেন্দ্র অধিকারী এটাই প্রথম জনসভা। তাই শুভেন্দু অনুগামী তৃণমূল নেতা ও কর্মীদের এই এইসভা ঘিরে উচ্ছ্বাস একটু আলাদা।
মন্ত্রীত্ব ও রাজ্য সরকারের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করার পর শুভেন্দু অধিকারীর প্রথম জনসভা এটা। তাই এখান থেকে নতুন কোন দিশা পাওয়া যায় কিনা তা নিয়েও জল্পনা রাজনৈতিক মহলে।
মহিষাদলের এই জনসভা ঘিরে জেলার তৃণমূল নেতা ও কর্মীরা দ্বিধা-বিভক্ত। সভার বিষয়ে মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি তিলক কুমার চক্রবর্তী জানান, নির্বাচন এলেই এরকম হয় অন্যকে অক্সিজেন দেওয়ার জন্য। তবে ২০২১ এর ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন।
বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুর সভা নিয়ে বেশী উৎসাহ না দেখালেও শুভেন্দুর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি জানায় সেই দিকে নজর রাখবে বলে জানা গেছে দলীয় সূত্রে।
মহিষাদলের আগামীকালের জনসভায় থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেটাই এখন সবার আগ্রহের বিষয়।