৬৮৭ পেয়ে হাওড়া জেলায় সম্ভাব্য প্রথম উলুবেড়িয়ার সৌহার্দ্য পাত্র

আমাদের ভারত, হাওড়া, ১৫ জুলাই: বুধবার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজ্য ভিত্তিক ফলাফলে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ এবং হাওড়া জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে উলুবেড়িয়ার খড়িয়াময়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌহার্দ্য পাত্র। তার প্রাপ্ত নম্বর বাংলায়- ৯৬, ইংরাজিতে-৯৬, অঙ্ক-১০০, পদার্থ বিজ্ঞানে- ৯৮, জীবন বিজ্ঞানে – ১০০, ইতিহাসে- ৯৮ ও ভূগোলে- ৯৮।

সৌহার্দ্যর বাবা স্নেহময় পাত্র খড়িয়াময়নাপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ও মা পম্পা পাত্র স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ব শিক্ষিকা। মূলত ছোটবেলা থেকে নবম শ্রেণি পর্যন্ত বাবা মায়ের কাছেই পড়াশোনা। যদিও দশম শ্রেণি থেকে অঙ্ক ও পদার্থ বিজ্ঞানের জন্য আলাদা শিক্ষকের ব্যাবস্থা করে বাবা মা। আর তারপর নিয়মিত পড়াশোনা করার পর তার এই সাফল্য। নিজের সাফল্য সম্পর্কে সৌহার্দ্য জানায় নিয়মিত পড়াশোনা করলেও কোন নির্দিষ্ট সময় ধরে নয় তবে যখন পড়াশোনা করতাম অবশ্যই মনযোগ সহকারে পড়তাম। পড়াশোনা ছাড়াও ক্রিকেট ও গান শোনার শখ সৌহার্দ্যের। ছোটবেলা থেকে বরাবর প্রথম হওয়া সৌহার্দ্য নিজেকে একজন গবেষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানায় তার বাবা মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *