পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: গড়বেতায় গাছ কেটে পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন। ফের পশ্চিম মেদিনীপুরে শালবনি ব্লকে নোনাশোল গ্রামলাগোয়া জঙ্গলে রাতের অন্ধকারে দুষ্কৃতিদের কাটা ৫০টিপুরানো শালগাছ উদ্ধার করলো গ্রামবাসীরা।
শালবনি ব্লকের আট নম্বর গড়মাল গ্রাম পঞ্চায়েতের নোনাশোল গ্রাম লাগোয়া শাল জঙ্গল থেকে উদ্ধার অন্তত ৫০ টি কাটা শাল গাছ। এই গাছগুলি অন্তত ৪০ বছরের পুরনো। আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। রাতেই গ্রামবাসী উদ্ধার করে গাছগুলিকে গ্রাম লাভুয়া ফুটবল মাঠে আনে, পরে বনদপ্তর এবং পুলিশকে খবর দেয়।

গত দু’মাস আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি জঙ্গল থেকে কয়েক হাজার গাছ কেটে নেওয়া হয়েছিল। সেই নিয়ে তোলপাড় হয়েছিল।

গাছগুলি কাটায় গ্রামীণ অর্থনীতিতেও পড়বে। কারণ এই গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য গ্রামে থাকা আড়াইশোটি পরিবার কম-বেশি প্রত্যেক বছরে দশ থেকে বারো হাজার টাকা পেয়ে থাকে। অর্থনৈতিক ক্ষতি ছাড়াও পরিবেশেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের আবেদন যাতে এই ধরনের দুষ্কৃতিদের সাজা হয়, তা না হলে আগামী দিনে জঙ্গল সংরক্ষণে গ্রামবাসীরা তাদের মনোবল হারাবে।

