আমাদের ভারত, কলকাতা, ২২ মে: ইদের পরেই ফের জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দমদম বিমানবন্দরে এইকথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমফানের ফলে মানুষের অনেক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করাই রাজ্য সরকারের এখন প্রাথমিক লক্ষ্য। তাই আমি বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করেছি। সেই দল আপাতত জেলায় জেলায় যাবে। তারপর আমি ইদের পরে নিজে দু’একটি জেলায় যাবো বলে এদিন সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এদিন রাজ্যের দুর্গত এলাকাগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আকাশপথে ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।