জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট: গাড়ির চালক করোনা সংক্রমিত হওয়ার পর গতকাল থেকে হোম আইসোলেশনে রয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এরপর আজ মঙ্গলবার থেকে একই কারণে হোম আইসোলেশনে থাকার কথা টুইট করে জানিয়েছেন মেদিনীপুরের পাশের লোকসভা কেন্দ্র ঘাটালের সংসদ দেব ওরফে দীপক অধিকারী।
তার ভক্তদের উদ্দেশ্যে তিনি টুইট করে জানিয়েছেন, তার পরিবারেরই একজন সদস্য হিসেবে গণ্য তার গাড়ির চালক কয়েকদিন আগে করোনা টেস্ট করিয়েছিলেন। তার পজিটিভ রিপোর্ট এসেছে। এরপরেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও করোনা টেস্ট করান। সেক্ষেত্রে পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

