করোনা চিকিৎসার পর এবার টিকাকরণ সঞ্জীবন হাসপাতালে

আমাদের ভারত, হাওড়া, ৫ ফেব্রুয়ারি: করোনা চিকিৎসায় সাফ্যলের পর এবার টিকাকরণের জন্য বেছে নেওয়া হল রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালকে। শুক্রবার থেকে হাওড়া জেলার এই হাসপাতালে করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এদিন হাসপাতালের অধিকর্তা ডাঃ শুভাশিষ মিত্র ও ডালিয়া মিত্র সহ হাসপাতালের ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে। শনিবার থেকে হাসপাতালে নিয়মিত টিকা দেওয়া হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

গত মার্চ মাস থেকে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। করোনা রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের পাশাপাশি বেছে নেওয়া হয় ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালকে। এরপর থেকেই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি শুরু হয় এবং হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সকলেই ঝাঁপিয়ে পড়েন। সঞ্জীবন হাসপাতাল সূত্রে খবর, এখনোও পর্যন্ত হাসপাতালে পাঁচ হাজার করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার পাশাপাশি অধিকাংশ রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যাদের মধ্যে দেড় হাজার রোগীকে আইসিসিইউতে রেখে চিকিৎসা করা হয়। আর এবার টিকা দেওয়ার কাজ শুরু হল।

সঞ্জীবন হাসপাতালকে টিকাকরণের জন্য বেছে নেওয়া প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের অধিকর্তা ডাঃ শুভাশিষ মিত্র জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি আমাদের টিকা দেওয়ার সূযোগ দেওয়ায় আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। তিনি জানান, আজ থেকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *