উত্তর দিনাজপুরে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ৫ জন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ জুন: ক্রমশই করোনা মুক্ত হয়ে উঠছে উত্তর দিনাজপুর জেলা। সোমবার আরও ৫ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। এদিন রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট হাতে তুলে দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। পরে তাদের পুষ্পবৃষ্টির মাধ্যমে হাসপাতাল থেকে বিদায় জানিয়ে গাড়ি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ১৪ দিন সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের চিকিৎসকরা।

উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় মোট ২৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ২৪৫ জনই করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ছিলেন পরিযায়ী শ্রমিক এবং কিছু স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছিলেন। তবে রায়গঞ্জ কোভিড হাসপাতালে এই মুহূর্তে ৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা উত্তর দিনাজপুর জেলায় ঘটেনি। করোনাকে জয় করে সুস্থ হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকরা তাদের গ্রামে গিয়ে কাজে নেমে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *