কলকাতার পর এবার বিকল্প রাজনীতির পোস্টার রেল শহর খড়্গপুরে, শুরু রাজনৈতিক তরজা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: কলকাতার পর এবার বিকল্পের পোস্টার রেল শহরে। আর সেই বিকল্প রাজনীতির পোস্টার ঘিরে জোর তরজা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। কেউ বলেন তৃণমূলই একমাত্রই বিকল্প তার বিকল্প কেউ হতে পারে না। অন্যদিকে বামেরা দাবি করে তারাই বিকল্প। যদিও বিজেপি দাবি করেছে বিকল্প হিসেবে বিজেপি আসতে চলেছে এই রাজ্যে।

না তৃণমূল, না কংগ্রেস না সিপিএম, না অন্য কোনো দল, তার বদলে দরকার বিকল্প রাজনীতি আর সেই বিকল্প রাজনীতির পোস্টার পড়লো খড়্গপুরে। যা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাক্রমে জানা যায়, এদিন রেল শহর খড়্গপুরের গিরি ময়দান সংলগ্ন এলাকায় এই পোস্টার দেখতে পান সকালে প্রাতঃভ্রমণ করতে যাওয়া মানুষজন। সাদা ও সবুজ কাগজের পোস্টারে লেখা রয়েছে ‘বিকল্প রাজনীতি”। এই পোস্টার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কারণ ইতিমধ্যেই শিয়রে লোকসভা নির্বাচন। অপরদিকে তৃণমূল যুবরাজ অভিষেকের ইডি, সিবিআই এর হেফাজত নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে লোকসভা নিয়ে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।যদিও লোকসভা ভোটেকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়েছে অন্যান্য বিরোধী দল যেমন সিপিএম, সিপিআই, এসইউসিআই সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ফলে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং কাকেই বা বিকল্প হিসেবে চাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছর এই রাজ্যে রাজত্ব করেছে বাম সরকার। এরপর ১৩ বছর ধরে রাজত্ব করছে তৃণমূল সরকার। অন্যদিকে ঘাড়ে নিশ্বাস ফেলছে প্রধান বিরোধী দল বিজেপি। এত সকল দল থাকা সত্ত্বেও এর বিকল্প কাকে চাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বিকল্প রাজনীতির পোস্টার নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *