সাথী দাস, পুরুলিয়া, ২৯ নভেম্বর: পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লধুড়কায় আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা জনসভার সভাস্থল পরিদর্শন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া। এদিন তিনি সভাস্থল পরিদর্শনে এসে আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে সভা মঞ্চ তৈরির কাজ শুরু করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লধুড়কা অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। ছিলেন হুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপ ঘোষ। ওই দিন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ মহুয়া মৈত্র’র প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা।

প্রসঙ্গত, বিজেপির পাল্টা সভা করছে তৃণমূল। ২৩ নভেম্বর বিজেপির কেন্দ্রীয় নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এই মাঠেই সভা করেছিলেন। সেখানে রাজ্য সরকার ও তৃণমূলকে তাক করে তোপ দাগেন। তারই পাল্টা দিতে এই সভার আয়োজন করতে উদ্যোগী হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস।

