স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩০ সেপ্টেম্বর:
প্যারোলে বাড়িতে এসে মারা গেল সাজাপ্রাপ্ত বন্দি। নদীয়ার নাকাশিপাড়া থানার ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, নাকাশিপাড়া থানার ধর্মদা পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা পটল শেখ( ৬৬)। করোনা আবহে প্যারোলে মুক্তি পেয়েছিলেন। গতকাল অস্বাভাবিক মৃত্যু হল এই সাজাপ্রাপ্ত বন্দীর। তিন বছর আগে এই পটল শেখ তার পাশের গ্রামের সোহম শেখকে খুন করে। সেই খুনে কৃষ্ণনগর জেলা আদালত পটল শেখকে ১২ বছর সাজা ঘোষণা করে। তিন বছর সাজার পর করোনায় লকডাউনে প্যারোলে সে তার বাড়িতে এসেছিল। বাড়িতে দুমাস থাকার পর গতকাল তার স্ট্রোক হয়। প্রথমে তাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ তার পিএম রিপোর্ট করার পর মৃতদেহ মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।