থানা থেকে ছাড়া পেয়ে শান্তনু ঠাকুর দেখা করলেন শ্যামনগর ও নৈহাটিতে রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ আগস্ট: বিজেপির শহিদ সম্মান যাত্রার কর্মসূচি অনুযায়ী অবশেষে থানা থেকে ছাড়া পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর পৌঁছে গেলেন শ্যামনগর ও নৈহাটিতে রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীদের বাড়িতে। মঙ্গলবার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শ্যামনগর রাউতা
বিআরএস কলোনির বাসিন্দা বিজেপি কর্মীর বাড়ি যান। ওই বিজেপি কর্মীর মা শোভা রানি মন্ডলের ভোটের ফলাফলের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খেয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এদিন শান্তনু ঠাকুর শ্যামনগর রাউতা বিআরএস কলোনির এই বাড়িতে শোভারানী মন্ডলের পরিবারের সাথে কথা বললেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে মৃত শোভারানী মন্ডলের পরিবারের হাতে শহিদ সম্মান যাত্রা স্মারক তুলে দেন শান্তনু ঠাকুর।

শ্যামনগরের বিজেপি কর্মীর বাড়ি থেকে বেড়িয়ে এরপর শান্তনু ঠাকুর নৈহাটির সাহেব কলোনি এলাকায় অপর বিজেপি কর্মী সন্তু মন্ডলের বাড়িতে যান। সেখানেও রাজনৈতিক হিংসার কারণে মৃত বিজেপি কর্মীর পরিবারকে সম্মান জানান শান্তনু ঠাকুর। এদিন তিনি বলেন, “রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাধারণ নাগরিকদের জন্য ঠিক না।একজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বাইরের লোক দেখা করতে আসলে এই ধরনের ব্যবহার করা উচিত না। এটা গণতন্ত্র না। আর যারা বিজেপি কর্মীদের খুন করছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।ক্ষমতার অপব্যবহার চলছে রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *