আমাদের ভারত, ২১ ডিসেম্বর: শুক্রবারের বদলে রবিবারেই সাপ্তাহিক ছুটির দিন করার জন্য উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রস্তাব পেশ করা হলো। বুধবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে বোর্ডের বৈঠকে সরকারি সাহায্য প্রাপ্ত কয়েকটি মাদ্রাসার প্রতিনিধি এবং সরকারি তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ সংবাদ সংস্থাকে বুধবার বিকেলে বলেন, জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে। এরই মধ্যে ওই রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের সংগঠন শুক্রবারের বদলে রবিবার সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করেছে। সংগঠনের সম্পাদক দেওয়ান সাহেব জামান বলেন, দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে তা ভাঙা উচিত নয়।
সরকারি সূত্রে খবর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফে রবিবার সাপ্তাহিক ছুটির দিন করার সিদ্ধান্ত হলে উত্তরপ্রদেশ নন গভর্মেন্ট আরবি এন্ড ফার্সি স্বীকৃতি প্রশাসনও পরিষেবা বিধি ২০১৬ এর প্রয়োজনীয় সংশোধন করার প্রক্রিয়া শুরু হবে। এর আগে বিজেপি শাসিত রাজ্য অসমে সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটির দিন চালু হয়েছে।

