অসমের পর মধ্যপ্রদেশেও এবার মাদ্রাসা বন্ধের ইঙ্গিত সেই রাজ্যের মন্ত্রীর

আমাদের ভারত, ২১ অক্টোবর: রাষ্ট্রবাদের পথে যা বাধা হয়ে দাঁড়াবে তা দেশের স্বার্থে বন্ধ করাই ভালো। মাদ্রাসা সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের এক মন্ত্রী। তাতেই বিশ্লেষকরা মনে করছেন অসমের পর এবার মধ্যপ্রদেশেও সরকারি সহায়তায় মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সেই রাজ্যের সরকার।

নভেম্বর মাস থেকে অসমে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত সব মাদ্রাসা। রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার জানিয়েছেন সরকারি টাকায় ধর্মশিক্ষা চলবে না সে রাজ্যে। এবার অসমের পর এবার মধ্যপ্রদেশ সরকারের সম্ভবত সেই একই পথে হাঁটছে। রাজ্যের মন্ত্রী উষা ঠাকুরের কথায় সেইরকমই ইঙ্গিত পাওয়া গেল।

বুধবার উষা ঠাকুর বলেন, “সবার শিক্ষা পাওয়ার অধিকার আছে। দেশের সব শিশুর জন্য একই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। ধর্ম নির্ভর শিক্ষা কেন চলবে? লক্ষ্য করে দেখবেন এদেশের সব কট্টরবাদী ও জঙ্গি মাদ্রাসায় পড়েই বড় হয়েছে। জম্মু-কাশ্মীর কে দেখুন জঙ্গিদের কারখানা বানিয়ে রেখেছে। মাদ্রাসা জাতীয়তাবাদ মেনে চলতে পারে না। তাই তাদের বর্তমান মূল ধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত।”

ইন্দরে এক সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি রাজ্যে মাদ্রাসা বন্ধের কথা বলছেন, নাকি রাজ্যের মাদ্রাসা গুলিকে সরকারি সাহায্য বন্ধের কথা বলছেন? উত্তরে উষা ঠাকুর বলেন,”সরকারি সাহায্যের বন্ধের কথাই বলছি। কেউ যদি নিজের উদ্যোগে ধর্ম শিক্ষা দিতে চায়, আমাদের সংবিধান তার ছাড় দিয়েছে। সম্প্রতি মাদ্রাসা বন্ধ করার ঘোষণা করে দেখিয়েছে অসম। রাষ্ট্রবাদের পথে যা বাধা হয়ে দাঁড়াবে তা দেশের স্বার্থে বন্ধ করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *