কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর সেপ্টেম্বর:
পাওনা টাকা নিয়ে বচসার জেরে খুন হল ফুলের ২ কারিগর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত আবাসের পাখি বাগান এলাকায়।
ঘটনা সুত্রে জানাযায়, ফুলের কারিগর তন্ময় মল্লিকের কাছে কাজ করতো বিমল নায়েক, রাজেশ দাস সহ আরো কয়েকজন। সম্প্রতি ফুলের কাজ করার পর টাকা পয়সা নিয়ে বিমল নায়কের সঙ্গে বচসা হয় তন্ময় মল্লিকের। গতকাল রাতে আবাস এলাকায় রাজেশ দাসের ভাড়া নেওয়া ফুলের দোকানের ভেতরে তন্ময় মল্লিক, রাজেশ দাস ও বিমল নায়েক বসে মদ্যপানের আসর বসায়। সেই সময় নিজেদের মধ্যে পাওনা টাকা নিয়ে বচসা বাধে। বচসার সময় রাগের বসে বিমল নায়েক ধারালো অস্ত্র দিয়ে তন্ময় মল্লিক ও রাজেশ দাসকে খুন করে।
আজ সকালে কোতওয়ালী থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে বিমল এবং মৃতদেহ দোকানের ভেতরে রয়েছে বলে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। পুলিশ বিমল নায়েককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।