অমিত শাহের রাজ্য সফর শেষ হতেই মহিলা মোর্চার রাজ্য নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ নভেম্বর:
অমিত শাহের রাজ্য সফর শেষ হতেই বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। মহিলা মোর্চার রাজ্য সহ-সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী বিজেপি ত্যাগ করে তৃণমূলে নাম লেখালেন। মহিলা মোর্চায় তিনি লকেট চট্টোপাধ্যায় এর অনুগামী বলেই পরিচিত ছিলেন এতদিন।

লকেট চট্টোপাধ্যায় মহিলা মোর্চা থেকে সরতেই সংগঠনে সেভাবে জায়গা পাচ্ছিলেন না মৌমিতা বসু চক্রবর্তী। কিন্তু তিনি বিজেপির আদি কর্মী হিসেবে পরিচিত। বর্তমান মহিলা মোর্চার অগ্নিমিত্রা পালের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মৌমিতা বসু চক্রবর্তী। বারবার এই কথা দলকে বলেও সুরাহা হয়নি বলে জানান তিনি। এরপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন এই বিজেপি নেত্রী।

অবশেষে আজ কলকাতায় তৃণমূল ভবনে ঘাসফুলে যোগদান করলেন মৌমিতা বসু চক্রবর্তী। এদিন তৃণমূল ভবনে তাঁর হাতে তুলে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূলের হয়ে ফের বাংলার মাটিতে রাজনীতি করবেন বলে জানিয়েছেন মৌমিতা বসু চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *