স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ নভেম্বর: কোভিড পরিস্থিতিতে প্রায় দেড়বছর বন্ধ থাকার পর ফের নিষিদ্ধ প্ল্যাষ্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো রায়গঞ্জ পুরসভা। সোমবার পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে শহরের রেলস্টেশন মার্কেট ও মোহনবাটী বাজার সহ বিভিন্ন বাজারে এই অভিযান চলে। বাজেয়াপ্ত করা হয় বেশকিছু নিষিদ্ধ ক্যারিব্যাগ।
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে প্রায় দেড়বছর ধরে নিষিদ্ধ প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের থালা, গ্লাসের বিরুদ্ধে অভিযানে নামেনি রায়গঞ্জ পুরসভা। এই সুযোগে পঞ্চাশ মাইক্রনের নীচে ক্যারিব্যাগে ছেয়ে গিয়েছে শহর। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের এবিষয়ে অভিযান শুরু করলো রায়গঞ্জ পুরসভা। রবিবার পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য কাউন্সিলর ও পুলিশ এই অভিযানে অংশ নেয়। রেল স্টেশন বাজার ও মোহনবাটী বাজারে অভিযান চালিয়ে এদিন কিছু পরিমানে নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়।