স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: বচসার জেরে এক যুবককে ক্ষুর দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো এক সেলুন মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন এলাকায়। মৃতের নাম ইনসান মণ্ডল, বয়স ৩০ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক। আজ সকালে হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন একটি সেলুনের মালিক সুজিত সর্দারের সঙ্গে কোনো কারণবশত বচসায় জড়িয়ে পড়ে ওই যুবক। অভিযোগ, সেই সময় ওই যুবককে ক্ষুর দিয়ে কোপায় ওই সেলুন মালিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পুলিশ ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ইনসান মন্ডলের ভাই মহিদুল মন্ডল জানান, আমার দাদার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। উনি কোনো রাজনীতি করেন না। আমার দাদাকে মারলই বা কেন? ইনসানের পরিবার দোষী ব্যক্তির যাতে কঠোর থেকে কঠোরতম সাজা হয় তার জন্য পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ।

