সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ এপ্রিল: লকডাউনের মধ্যেই সরকারি অফিস খুলে গেল। এক মাস পর সরকারি দফতরগুলি কাজ শুরু করল। ২০ মার্চ এই রাজ্যে লকডাউন লাগু হয়। সেই দিন থেকেই সরকারি ভাবে বন্ধ হয়ে যায় প্রায় সমস্ত দফতর। যদিও কভিড ১৯ সংক্রান্ত কাজে যুক্ত জরুরি পরিস্থিতিতে বেশকিছু অফিসে কাজ চলতে থাকে।

সোমবার, পুরুলিয়া জেলার বিভিন্ন অফিসে কম সংখ্যক কর্মী নিয়ে কাজ শুরু হয়। কর্মীদের জীবাণু মুক্ত করে অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে ভেতরে যেতে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসে জন সাধারণ এখন যেতে পারবেন না।এমনিতেই লকডাউনের জেরে আর্থিক বছরের শেষ ও নতুন বছরের কাজের পাহাড় জমে রয়েছে। মূলত সেই সব কাজ গুছিয়ে উঠতে অফিস খোলা হল বলে মনে করছেন এক শ্রেণির সরকারি কর্মী।
এদিন জেলার শিল্প কারখানা সেই ভাবে কাজ শুরু করতে পারেনি। বেশিরভাগ ভিন জেলার শ্রমিক ও কর্মী থাকায় এই পরিস্থিতি।

