মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জাকির কাণ্ডে এনআইএ তদন্তের পক্ষপাতী রাজ্যপাল

রাজেন রায়, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: পৈলানের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার বিকেলে রাজভবনে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। তারপরেই জাকির কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় পঅর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এবার রাজ্যপাল এনআইএ তদন্তের দাবি জানালেন। তিনি বলেন, একমাত্র এনআইএ তদন্ত হলেই প্রকৃত তথ্য জানা যাবে। এদিন সন্ধ্যায় মন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল। মিনিট ১৫ ট্রমা কেয়ারে থাকেন তিনি। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের দাবি জানান রাজ্যপাল। বিস্ফোরণের আসল কারণ খুঁজে বের করতে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলে রাজ্যপাল বলেন, “মোট ১৫ জন জখম হয়েছেন। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি। এধরনের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জা। এটা আমাদের সবার জন্য একটা সতর্কীকরণ। এটা স্মরণ করিয়ে দেয় যে, হিংসায় কোনও মীমাংসা হয় না।”

এরপরই রাজ্যপাল স্পষ্ট জানান, “ভীষণ দক্ষতার সঙ্গে তদন্ত প্রয়োজন। হিংসার এভাবে বাড়বাড়ন্ত উদ্বেগের বিষয়। আমি সবাইকে অনুরোধ করব একসঙ্গে কাজ করার। রাজ্য সরকার সিট গঠন করেছে। তবুও বলছি, যেহেতু এটা বিস্ফোরণের ঘটনা, তাই যাঁদের বিশেষ দক্ষতা আছে, তাঁদের দিয়েই তদন্ত করাতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করে আসল কারণ খুঁজে বের করতে হবে।”

উল্লেখ্য, মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলে রয়েছে এসটিএফ, আইবি, সিআইএফ, স্থানীয় পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *