আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ মার্চ: দীর্ঘ তিরিশ বছর পর কাঁথি পৌরসভা অধিকারী পরিবারের হাতছাড়া হলো। তমলুক, এগরা ও কাঁথি তিনটি পৌরসভা গেল তৃণমূলের দখলে। পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভার মধ্যে তিনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে পুরভোটের দখল নিল। তিনটি পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে তৃণমূল পুরোবোর্ড গঠন করতে চলেছে।
কাঁথি পুরসভার ভোট নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে অনেক চাপানউতোর হয়েছে। হাইকোর্ট পর্যন্ত গিয়েছে অধিকারী পরিবার। কাঁথি পৌরসভা এতদিন অধিকারীদের গড় হিসেবেই পরিচিত ছিল। দীর্ঘ ৩০ বছর পর সেই গড় অধিকারী পরিবারের হাতছাড়া হল। কাঁথি পুরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস ১৭ টি ওয়ার্ডে জয়লাভ করেছে। বিজেপি জয়লাভ করেছে ৩টি ওয়ার্ডে এবং ১টি ওয়ার্ড নির্দলের দখলে। কাঁথি পুরসভার ১০, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী এবং ১১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বার বার ছাপ্পা ভোটের অভিযোগ তুললেও কোনোভাবেই গড় রক্ষা করতে পারা যায়নি।
এগরা পুরসভায় এবারের ভোটে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এগরা পুরসভার ১৪ টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। বিজেপি জয়ী হয়েছে ৫টি ওয়ার্ডে। বাকি ২টি ওয়ার্ডের ১ টিতে কংগ্রেস এবং আরেকটিতে নির্দল জয়লাভ করেছে। তাম্রলিপ্ত পুরসভা এবার তৃণমূলের দখলে রইল। তাম্রলিপ্ত পৌরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। বাকি ২টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। বিজেপি প্রার্থীরা ১৩ এবং ১৯ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে। এই পুরসভার ১৮ টি ওয়ার্ড তৃণমূলের দখলে গেলেও বেশ কয়েকটি ওয়ার্ডে ব্যবধান অনেকটাই কমেছে আগের তুলনায়। ৫ নং এই একটিমাত্র ওয়ার্ডে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হলেও বাকি সবগুলি ওয়ার্ডে লড়াই হয়েছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার ফলে তিনটি পুরসভায় তৃণমূল কংগ্রেস আগামী দিনে বোর্ড গঠন করতে চলেছে।