৬ বছর পর বাড়ছে কলকাতা মেট্রো রেলের ভাড়া

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ নভেম্বর:
২০২০-র ফেব্রুয়ারি থেকেই নতুন হারে যাত্রী ভাড়া চালু হতে পারে ভারতীয় রেলের তরফে। তার আগেই যাত্রী ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর। এর আগে ৭ নভেম্বর ২০১৩ সালে নতুন ভাড়া কার্যকর করা হয়েছিল।

সূত্রের খবর, পরিষেবা যেমনই হোক, ২০১৯-এ নতুন করে আবার সাজানো হচ্ছে কলকাতা মেট্রোর ভাড়া। যেটি কার্যকর হবে ৫ ডিসেম্বর।

নতুন ভাড়ার স্ল্যাবগুলো একই রাখা হয়েছে। তবে, নতুনসূচীতে দুরত্ব কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, আগে যে টাকায় যে দূরত্ব যাওয়া যেত, এখন সেই টাকায় অনেক কম দূরত্ব যাওয়া যাবে।

এতদিন পর্যন্ত ৫ টাকায় ৫ কিলোমিটার যাওয়া যেত। এখন সেই দূরত্ব কমিয়ে ২ কিলোমিটার করে দেওয়া হল। এভাবেই পরবর্তী দূরত্বে ধাপে ধাপে ভাড়া বাড়ানো হচ্ছে।

প্রথম ২ কিমিতে ভাড়া ধার্য করা হয়েছে ৫ টাকা। ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্বে ভাড়া হবে ১৫ টাকা। ১০ থেকে ২০ কিলোমিটার দূরত্বে ভাড়া ২০ টাকা হয়েছে। ২০ কিলোমিটার অধিক দূরত্বে ভাড়া হচ্ছে ২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *