আমাদের ভারত,৩১ অক্টোবর: শীত আসছে। সেপ্টেম্বরের শেষ থেকেই তাপমাত্রাও নামতে শুরু করেছে। জানা গেছে ৫৮ বছর পর দিল্লি এবার শীতলতম অক্টোবর দেখল দিল্লি। অর্থাৎ গত ৫৮ বছরে অক্টোবর মাসে দিল্লির তাপমাত্রা এতটা কখনো নামেনি।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে চলতি বছর অক্টোবর মাসে দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯৬২ সালে শেষবার দিল্লিতে অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত দিল্লিতে অক্টোবর মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৬ বছরের অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রা এতটা কখনো নামেনি। ১৯৯৪ সালের অক্টোবর মাসে শেষবার তাপমাত্রা এতটা নেমেছিল। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ৩১ অক্টোবর ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল দিল্লির তাপমাত্রা।
মৌসম ভবনের আঞ্চলিক পূর্বাভাস সেন্টারের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, আকাশে মেঘ কম থাকার কারণে তাপমাত্রা এতটা কমেছে। আকাশ পরিষ্কার থাকায় ভূপৃষ্ঠ থেকে তাপমাত্রা সহজে বিচ্ছুরণ হচ্ছে ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে।তিনি এর আরও একটি কারণ হিসেবে বলেন, বাতাসের গতিবেগ কম হবার ফলে শিশির ও কুয়াশার তৈরি হওয়ার আদর্শ আবহাওয়া দেখা যাচ্ছে।