পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: ২৪ ঘন্টা পর অবশেষে উদ্ধার হলো ঘাটালের কেঠিয়াখালে তলিয়ে যাওয়া যুবক রোহিত মোদকের দেহ। রবিবার দুপুর থেকে তার খোঁজ চালিয়ে যাচ্ছিল এলাকার সাধারণ মানুষ এবং পুলিশ। গতকাল রাতে কেঠিয়া খালে মোতায়েন করা হয়েছিল পুলিশ।

তলিয়ে যাওয়া ওই যুবকের দেহ উদ্ধারে জোরকদমে খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। গতকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও, ক্ষীরপাই ফাঁড়ির আইসি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। অবশেষে আজ উদ্ধার হলো দেহ।

