fisherman, Bay of Bengal, দুদিন পর উদ্ধার হলো নিখোঁজ মৎস্যজীবীর দেহ, বঙ্গোপসাগরে মাছ ধরাতে গিয়ে ট্রলার থেকে পড়ে গিয়েছিলেন মোহন মাঝি

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ জুলাই: দু’দিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ৭০কিমি দূরে সাগরের জল থকে উদ্ধার করে মৎস্যজীবীর দেহ। দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে গিয়েছে উপকূল রক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

মৃত মোহন মাঝি (৫৫) কুলপির হাঁড়ার বাসিন্দা। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফবি বাবা লোকনাথ ট্রলারে চেপে ১৪ জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। গত ১১ জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে ইলিশ মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী। নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই উপকূল রক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে। অবশেষে গতকাল ওই নিখোঁজ মৎসয়জীবীর দেহ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *