দীর্ঘ ১৭বছর পর নির্বাচনে লড়ার টিকিট পেয়ে মনোনয়ন জমা কেশপুরের দাপুটে তৃণমূল নেতা মহম্মদ রফিকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: মনোনয়ন জমা দিয়েছেন কেশপুরের ‘রবিনহুড’ মহম্মদ রফিক। দীর্ঘ ১৭বছর পর নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন কেশপুরের সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আসা দাপুটে এই তৃণমূল নেতা। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে গড়বেতা পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। তারপর তৃণমূল সুপ্রিমোর রোষানলে পড়েন তিনি। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁর ভাগ্যে শিকে ছিঁড়েছে। রফিক সাহেব বলেন, দল যোগ্য মর্যাদা দিয়েছে।

গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন আর আজ থেকে এতটুকু সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রফিক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ষাট নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ মোহাম্মদ রফিক আজ কেশপুর ব্লকের ছুতারগেড়া ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠক শেষে মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *