১১ মাস পর পুরুলিয়ার ৭৫০ স্কুলে কাল থেকে পঠন পাঠন শুরু, সতর্ক শিক্ষকরা

সাথী দাস, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: প্রায় একটা শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর কাল থেকে খুলছে স্কুল। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে পাঠ নেবে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়ার জেলাতেও তাই স্কুল গুলির শেষ মুহূর্তের প্রস্তুতি ধরা পড়ল বৃহস্পতিবার।

পুরুলিয়া জেলার প্রায় ৭৫০টি সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত উচ্চ বিদ্যালয় রয়েছে যেগুলোতে কাল থেকে পঠন পাঠন হবে। আগের দিন গ্রামাঞ্চলের স্কুলগুলিতে তৎপরতা বেশি করে নজর কাড়ল। স্কুল কক্ষ, ডেস্ক বেঞ্চ, জানালা, দরজা সব কিছুই জীবাণু মুক্ত করা হল। পুরুলিয়া শহর থেকে ৭ কিলোমিটার দূরে ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে দেখা গিয়েছে প্রধান শিক্ষক শুভাশিস গুহ নিয়োগী তত্বাবধানে রয়েছেন। ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে কোনও রকম ঝুঁকি নিতে চান না তিনি। তিনি জানান, স্কুলে ঢোকার মুহূর্তে শিক্ষার্থীদের থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা, হাত, ব্যাগ জীবাণুমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি নির্দেশিকা মানার জন্য সব রকম ব্যবস্থা করেছে স্কুলগুলি।

পুরুলিয়া জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০। এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৪৯। রাজ্যে এই তালিকায় একেবারে নীচের দিকে রয়েছে এই জেলা। এই তথ্য জেলা শিক্ষা দফতর ও প্রশাসনকে যথেষ্ট স্বস্তি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *