আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুলাই: চা বাগানের চোলাই মদের ঠেকে অভিযান। নষ্ট করা হল প্রচুর পরিমাণে চোলাই ও হাড়িয়া। বাজেয়াপ্ত করা হল দেশি মদ। বেআইনি নেশার কারবার চালানোর অভিযোগে চার যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি আবগারি দফতর। অভিযান লাগাতার চলবে বলে দাবি আবগারি দফতরের।
রবিবার ছুটির দিনে চা বাগান এলাকায় চোলাই ও হাড়িয়ার ব্যবসা রমরমিয়ে চলে এমনটাই অভিযোগ ছিল আবগারি দফতরের কাছে। বাগানের আনাচে কানাচে গোপনে চোলাই ও হাড়িয়ার ব্যবসা চলে। এ দিন জলপাইগুড়ি আবগারি দফতর ও কোতোয়ালি থানার পুলিশ যৌথ উদ্যোগে চা বাগান এলাকায় অভিযান চালায়। করলাভ্যালি, ডেঙ্গুয়াঝাড়, জয়পুর চা বাগানের দেশি মদের ঠেকে ও চুল্লু বিক্রির একাধিক ঠেকে অভিযান চালানো হয়। নষ্ট করা হয় প্রায় ২২০০ লিটার চোলাই মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১৪০ লিটার দেশি মদ। একইসাথে অভিযানে উদ্ধার হয়েছে বে-আইনি চোলাই ও হাড়িয়া তৈরি করার হাঁড়ি ও কাঁচামাল। গ্রেফতার করা হয় চার যুবককে, ধৃতরা হলেন- দিলীপ মুন্ডা, অরুণ ভূমিজ, সুরজ ভূমিজ ও দুর্গা রাজভর। ধৃতদের আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।