সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৩ নভেম্বর: গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে বনগাঁ থানা ও এসডিপিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ বনগাঁ থানার শক্তিগর হাইস্কুলের পাশে দেবাশীষ ভট্টাচার্য নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দেবাশীষবাবুর ছেলে দেবরাজ ভট্টাচার্য বলেন, বাড়িতে বাবা – মা কেউ ছিলেন না। ডাক্তার দেখানোর জন্য আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন৷ সেই সুযোগেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গেটের গ্রিল ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চুরি করে চম্পট দেয়। খোয়া যায় আনুমানিক নগদ ৪০ হাজার টাকা ও আড়াই থেকে তিন ভরি সোনার গয়না। শুক্রবার সকালে প্রতিবেশীদের চোখে পড়ে ঘরের দরজা ভাঙ্গা তারাই খবর দেয় বাড়ির মালিক দেবাশীষবাবুকে। সেই খবর পেয়ে সকালে বাড়ি ফেরেন দেবরাজ ভট্টাচার্য। এই চুরির ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। তবে, চোরেরা বেশ কিছু গয়না নিতে পারেনি। আওয়াজ শুনে পাশের বাড়ি থেকে চোর চোর চিৎকার করায় গয়না ফেলেই পালায়।
এই ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। বনগাঁ শহরে যে নিরপাত্তা হারিয়েছে তা আর একবার প্রমাণ এই চুরির ঘটনায়।